কাউনিয়ায় তিস্তায় পানি বৃদ্ধি ভাঙ্গন আতংকে চরাঞ্চলের বাসিন্দারা
15, August, 2023, 6:43:20:PM
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
অতিবৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি ঢুকে পড়েছে চরাঞ্চলের ঘরবাড়িতে। চরাঞ্চলের বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে গত সোমবার রাতে হঠাৎ করে তিস্তার পানি বৃদ্ধির ফলে কাউনিয়ায় তিস্তা পয়েন্টে গত সোমবার রাতে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। মঙ্গলবার দীরে ধীরে পানি কমতে শুরু করে। পানি বৃদ্ধির ফলে চরাঞ্চচলের বেশ কিছু গ্রামে পানি ঢুকে পানি বন্দি হয়ে পরে সাধারন মানুষ। এদিকে পানি বৃদ্ধি ও কমাতে ভাঙ্গন আতংকে আছে নদী পারের মানুষ। পাঞ্জরভাঙ্গা গ্রামের আনারুল জানান, বন্যা ও নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য আমরা শেখ হাসিনার কাছে তিস্তা মহা পরিকল্পনার দ্রæত বাস্তবায়ন চাই। পানিতে তলিয়ে গেছে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল এলাকা, আমন ধানের ক্ষেত। কয়েকটি গ্রামে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন এলাকা পিআইও মোঃ আহসান হাবীব সরকার ও নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক পরিদর্শন করেছেন। জানাগেছে সোমবার সকালে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজান থেকে আসা পানির চাপে তিস্তা ব্যারেজের ৪৪টি গেটের সবগুলো খোলা রাখা হয়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদদৌলা বলেন, উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। পরিস্থতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব (৪৪) জলকপাট খুলে রাখা হয়েছে। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানন, তিস্তার পানি গত সোমবার রাতে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার পানি কমতে শুরু করেছে। এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে তিস্তাপাড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।