মীর জেসান হোসেন তৃপ্তী :
স্টাফ রিপোর্টার
রাজধানীতে ছিন্নমুল মানুষের মাঝে খাদ্য ও বই
খাতা বিতারন করলেন বাংলাদেশ গৃহহীন ও ভূমিহীন হাউজিং লিঃ এর নেতৃবৃন্দ।
গতকাল সকাল ১১টায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে সংগঠনের চেয়ারম্যান ও
ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্রে এই কর্মসূচি শুরু
করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে
খাদ্য বিতারন করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী,অর্থ সম্পাদক
মোঃ ইনুস আলী। এর পর গাবতলীতে পিকাপ ভ্রানে করে খাদ্য ও বই খাতা নিয়ে
গাবতলী বাসষ্টান্ডের ছিন্নমুল স্কুলের পথ শিশু মাঝে বিতারন করা হয়।
দুপুরে সংগঠনের চেয়ারম্যান ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব
কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা প্রেস ক্লাবের সিনিয়ার
সহ- সভাপতি এ্যাড,মোতাসিম বিল্লাহ। তিনি এ সময় বলেন আমারা ছিন্নমুল
অসহায় মানুষের পাশে থেকে সব সময় কাজ করে চলেছি। বাংলাদেশ গৃহহীন ও
ভূমিহীন হাউজিং লিঃ এর কার্যক্রম কে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে প্রধান
আলোচক হিসাবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান ভূইয়া ।তিনি বলেন,অসহায়
মানুষের পাশে দাঁড়ানোই মানবসেবার সর্বোত্তম কাজ। এ সময় উপস্তিত ছিলেন
মাকসুদা আক্তার,মোজাহিদ হোসেন,সমাসেবা কর্মকর্তা আজ্ঞুমনোয়ারা,সংগঠনের
সদস্য মোঃ জুয়েল প্রমুখ। এর পর বিকাল ৫ ঘটিকায় মিরপুরে ইব্রহিমপুরে
মনিপুরে স্কুলের সামনে খাদ্যসমগ্রী বিতারন করেন সংগঠনের চেয়ারম্যান
আওরঙ্গজেব কামাল,এ্যাড,মোঃ মোতাসিম বিল্লাহ,আব্দুল মান্নান
ভূঁই্য়া,সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা
রাশিদা হামিদ অনি,অর্থ সম্পাদক হাজী ইউনুস আলী,মোঃ জুয়েল প্রমুখ।