টাঙ্গাইল সখিপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী পলাতক।
20, November, 2022, 12:29:17:PM
.সবুজ খান
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল সখিপুরে স্বামী সোনা মিয়ার দায়ের কোপে স্ত্রী সাহিদা (৪২) আক্তার নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কৈয়ামধু কারিগর পাড়া দেওবাড়ী জঙ্গল পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী সোনা মিয়া পলাতক রয়েছে।
জানা যায়, সোনা মিয়া ও তার স্ত্রী সাহিদা আক্তার জঙ্গলে লাকড়ি কেটে তাদের সংসার চালাতো। প্রতিদিনে মতো শনিবার সকালে স্বামী-স্ত্রী মিলে দেওবাড়ী জঙ্গলে লাকড়ি কাটতে যায়। তাদের সাথে পাশের একজন প্রতিবেশীও ছিলো। হঠাৎ করে তুচ্ছ ঘটনায় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়,এর একপর্যায়ে সোনা মিয়ার হাতে থাকা ধারালো দা দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহাদত হোসেন ও আলিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।