গোলাপগঞ্জে এলপিজি ও আরপিজিসিএল আবার প্লান্ট চালু হচ্ছে
26, December, 2022, 9:49:25:AM
গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি :
দেশের জ্বালানি উৎপাদন প্রতিষ্ঠান এলপিজি ও আরপিজিসিএল প্লান্ট আবারও চালুর উদ্যোগ নেয়া হয়েছে। দেশের সরকারী মালিকানাধীন উৎপাদন মুখী এ প্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় ২ বছর ধরে বন্ধ থাকায় মোটা অংকের ক্ষতি হয়েছে৷ পুড়িয়ে ফেলা হয়েছে কোটি কোটি টাকার জ্বালানি পদার্থ। গোলাপগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে স¤প্রতি জ্বালানি মন্ত্রণালয় নড়ে চড়ে উঠে। এরই প্রেক্ষিতে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান চৌধুরী শনিবার প্লান্ট দুটি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন বিষয়ে অবহিত হন।
দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এলপিজি প্লান্ট ও রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী প্রায় দু বছর পূর্বে অজানা কারণে বন্ধ করে দেয়া হয়। উৎপাদন মুখী জ্বালানি পদার্থের এ প্রতিষ্ঠান গুলো বন্ধ হলে প্রতিদিন মোটা অঙ্কের ক্ষতি হতে থাকে। কর্মহীন কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করে বেতন ভাতা নিতে থাকেন। এক পর্যায়ে অনেক লোকবল এখান থেকে সরিয়ে হেড অফিস ঢাকা ও চট্টগ্রাম প্লান্টে নেয়া হয়।
এলপিজি প্লান্ট থেকে প্রতিদিন কয়েক হাজার বোতল গ্যাস উৎপাদন হলেও প্লান্ট বন্ধ হওয়ার উৎপাদনের সুযোগ থাকেনি। যেখান থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার প্রতিদিন সিলেট ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হত প্লান্ট বন্ধ হওয়ার পর গোলাপগঞ্জের চাহিদা পূরণে বাহির থেকে গ্যাস সিলিন্ডার আনতে হচ্ছে। অন্যদিকে কারিগরী কারনে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার এলপিজি গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে।
বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন সভা, সমাবেশ, মত বিনিময় ইত্যাদি কর্মসূচির পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি স¤প্রতি গোলাপগঞ্জের নাগরিক জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান চৌধুরীকে বিষয়টি অবহিত করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় তিনি মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্লান্ট দুটি পরিদর্শনে আসেন।
এসময় তিনি সাংবাদিক ও গোলাপগঞ্জের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, প্লান্ট দুটি বন্ধের বিষয়ে আমরা অবগত। তা চালুর জন্য সম্ভাব্যতা যাচাই করার জন্য এসেছি। প্লান্ট দুটি চালু হলে জ্বালানি ক্ষেত্রে অনেক সুফল আসবে। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।