ঝিনাইদহ কোটচাঁদপুর ফাউন্ডেশনের ভিন্ন আয়োজনে শীত বস্ত্র বিতরণ,
8, January, 2023, 10:23:35:AM
মোঃ আবু সুফিয়ান শান্তি
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
সারাদেশে চলছে তীব্র শৈতপ্রবাহ,শীতের এই তীব্রতা প্রকট হওয়ায় দরিদ্র,অসহায় রিক্সা চালকরা পড়েছে বিপাকে,তাদের এই শীতের কষ্ট লাঘব করতে ঝিনাইদহের কোটচাঁদপুর ফাউন্ডেশন এক ভিন্ন রকম আয়োজন করেছে,অসহায় এই তিন চাকার পাইলটদের মাঝে শীতের জ্যাকেট উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তাদের প্রতি ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দেয়াই সমাজের বিশিষ্ট জনেরা সাধুবাদ জানিয়েছেন।
গত শুক্রবার বিকালে পৌর শহরের মেইন বাজার,রেলস্টেশন বাস স্ট্যান্ড,বোলুহর বাস স্ট্যান্ড এলাকায় অসহায় রিক্সা চালকদের মাঝে এই জ্যাকেট উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবু সালেহ্ মোঃ হানিফ মিঠু,সেক্রেটারি জেনারেল মোঃ মাসুম রেজা মুন, ট্রেজারার শাকিল আল মামুন ও ফাউন্ডার মেম্বার এস এম রাজিব হাসান দিপু সহ সংগঠনটির সদস্যরা। এসময় তারা জানান,ভবিষ্যতেও তাদের এই সেবা মূলক কাজ অব্যহত থাকবে।