বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
19, June, 2024, 8:42:20:AM
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান :
বন্দরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারী-পুরুষ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজে দূর্গটনায় এ নিহতের ঘটনা ঘটে। নিহতদের নাম অন্তর(২৩) ও তাজনেহারা(১৭)। তারা দুইজনে মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলে দুইজন মারা যায়।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি রেজউল করিম জানান, মোটরসাইকেল নিয়ে দুইজন হয়তো ঘুরতে বেরিয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া ৩ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের পূর্বপাড় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ছিটকে পড়ে। এসময় অন্য একটি গাড়ির চাপা পড়ে ঘটনাস্থলে এক নারী ও এক পূরুষ নিহত হয়েছে। নিহত অন্তর, জামালপুর জেলার ইসলামপুর থানার ফকিরপুর উত্তর দরিয়াবাদ এলাকায় বিপ্লব বিপুলের ছেলে ও নিহত তাজনেহারা, পটুয়াখালী জেলা পটুয়াখালী থানার কমলাপুর গ্রামের রফিক মিয়ার ছেলে।