ফুলবাড়ীর বাজিতপুর আবাসন প্রকল্পের বাড়িতে রাস্তা না থাকায় যেতে পারছেনা ১৪টি পরিবার
12, July, 2024, 9:20:4:PM
মোঃ আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির বাজিতপুর গ্রামে গড়ে ওঠে আবাসন প্রকল্প সেই বাড়ীগুলিতে যাতায়াতের রাস্তা না থাকায় যাতায়াত করতে পারছেনা ১৪টি পরিবার। ফুলবাড়ী উপজেলা পরিষদ থেকে শিবনগর ইউপির বাজিতপুর এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহারের ১৪বাড়ী ভূমিহীনদের হস্তান্তর করেন। সেই বাড়ীর সামনের জায়গাগুলি মালিকানা হওয়ায় এবং রাস্তা না থাকায় সরকারের সেই খাস জমিতে ১৪টি বাড়ী নির্মাণ করেন উপজেলা প্রশাসন। এখন এই ১৪টি পরিবার রাস্তা না থাকায় তাদের বাড়ী হতে বাহির হতে পারছেনা। ঐ ১৪টি পরিবার জমির আইল দিয়ে বর্তমানে কোন রকমে যাতায়াত করছে।
এ বিষয়ে শিবনগর ইউপির ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ চন্দ্র রায় এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতিপূর্বে নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দীন থাকা কালীন অবস্থায় ঘরগুলি নিমার্ণ করা হয়েছে। বর্তমান উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, এলাকায় সরকারি জমি থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে মাপযোগ করে জায়গা বাহির করে রাস্তা নির্মাণ করা হবে। তবে সময়ের ব্যাপার।
এ ব্যাপারে বাজিতপুর আবাসান প্রকল্পের ১৪টি পরিবার রাস্তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নেকদৃষ্টি কামনা করেছেন।