ফেরী করে হাওয়াই মিঠাই বিক্রি দুই চোখ অন্ধ আঃ হাকিম কাউনিয়ায় জীবন সংগ্রামের অন্যন্য দৃষ্টান্ত
2, April, 2024, 4:18:46:AM
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ নবীজীর শিক্ষা করো না ভিক্ষা, এই মূল মন্ত্র কে সামনে রেখে অভারের সংসারে জন্ম নেয়া দুই চোখ অন্ধ আঃ হাকিম (১৪) ভিক্ষা না করে হাওয়াই মিঠাই, বুট-বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, সেই সাথে অভাবের সংসারে সহযোগিতা করে সে।
স্বাভাবিক শিশুদের মতো জন্মগ্রহণ করলেও মাত্র ২বছর বয়সেই দুই চোখের শক্তি হারাতে থাকে আঃ হাকিম। ধীরে ধীরে কমতে থাকে দুই চোখের দৃষ্টি শক্তি। অন্য শিশুদের দুরন্তপনা দেখে তার মনেও অনেক স্বপ্ন ছিল। কত ডাক্তার, কবিরাজ দিয়ে চিকিৎসা করেও কোনো উন্নতি হয়নি তার চোখের দৃষ্টির। সবশেষ কোনো উপায় না পেয়ে তাকে নিয়ে রংপুরের বড় ডাক্তার কে দেখান। সেখানে চিকিৎসক তাকে জানান তার চোখের যে অবস্থা তার কোনো প্রতিষেধকই তাকে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে না। অন্ধ হয়েও সমাজের বোঝা নয় বরং ব্যবসা করে এগিয়ে যেতে চায় সমাজে। উপজেলার হরিশ^র গ্রামের রাজমিস্ত্রীর জোগালী হামিদুলের পুত্র আঃ হাকিম তারই যেনো এক উজ্জল দৃষ্টান্ত। দুই চোখ অন্ধ হয়েও ভিক্ষাবৃত্তি নয় বরং ফেরী করে আয় করে তার বাবার সংসারে সহযোগিতা করে। হাকিমের জীবন থেকে অনেকেরই শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা। অন্ধ হয়েও জীবন সংগ্রামে থেমে নেই আঃ হাকিম। তিনি নামেনি ভিক্ষাবৃত্তি পেশায় বরং কষ্ট করে ফেরী করে হাওয়াই মিঠাই, বুট বাদাম বিক্রি করে যে আয় হয় তা সংসার যোগান দেয়। কাউনিয়া থানা রোডে হাওয়াই মিঠাই বিক্রির সময় কথা হয় আঃ হাকিম এর সাথে। সে জানায় আমি ভিক্ষা করি না, হালাল পথে কামাই করে খাই। হালাল পথে ফেরী করে বুট-বাদাম- হাওয়াই মিঠাই বিক্রি করে মা-বাবাকে সহযোগিতা করি। আমার বড় ভাইও মানসিক প্রতিবন্ধি। ছোট বোনটা ভাল আছে। জীবন যুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে বাঁচতে চায় সে। পরিবারের সবাইকে নিয়ে একটু সুখে থাকার আশায় রোজ উপজেলা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রির আশায়। পরিবারের সবাইকে একটু সচ্ছলতা দিতেই তার পথে পথে ফেরী করা। ভিক্ষা চাইতে লজ্জা লাগে। সারাদিনে সর্বোচ্চ এক থেকে দুই শত টাকা আয় করে সে, তাতেই খুশি। অন্ধ হয়েও ভিক্ষা করতে রাজি নয় আঃ হাকিম। তার ইচ্ছা হালাল পথে সৎ উপার্জন করে পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকার। তার দাবী সরকারী ভাবে তাকে একটা দোকান ও পুঁজি দিলে কষ্ট করে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না।