কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরন (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় প্রবাস বন্ধু ফোরাম এর আলোচনা সভা বৃহস্পতিবার ব্র্যাক হল রুমে অনুষ্ঠিত হয়। কাউনিয়া প্রবাস বন্ধু ফোরাম সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মোঃ খায়রুল হাসান। বক্তব্য রাখেন প্রবাস বন্ধু ফোরাম সাধারণ সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ সভাপতি ও ইউপি সদস্য বাবুল হোসেন, ফোরাম সদস্য ও ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশ, সদস্য নাজমুল হাসান, শেফালি বেগম, রহমতউল্ল্যাহ, রওশনারা বেগম রতনা, আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান, জহির রায়হান, কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ। সভায় আগামী মিটিং এর আগে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্থদের চিহিৃত করে সহযোগিতার করা, প্রবাস বন্ধু ফোরামের কার্যক্রমের ব্যাপক প্রচার করা সহ ফোরামের কার্যক্রম বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছারা আগামী ১৮ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস যতাযোগ্য মর্যাদায় পালন করাও সিদ্ধান্ত হয়।