কাউনিয়ায় বণিক সমিতির সাবেক পরিচালক ফরহাদ সরকার আর নেই
9, December, 2024, 5:28:13:PM
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতির সাবেক পরিচালক হরিশ্বর রেল কলোনী গ্রামের বাসিন্দা রাহিনুল ইসলাম ফরহাদ সরকার (৫৫) কাউনিয়া মেডিকেলে গত শুক্রবার দুপুর স্টক করে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ----রাজিউন)। তার জানাযার নামাজ রেলবাজার মাঠে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। জানাযায় বণিক সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ, রেলওয়ে কর্মকর্তা, এলাকার সূধীসহ শতশত মানুষ অংশগ্রহন করে। তার দ্বিতীয় জানাযা কুড়িগ্রাম পাচপীর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় এর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যু কালে স্ত্রী, ৩ পুত্র সন্তান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বণিক সমিতির সভাপতি সম্পাদক, সাংবাদিক সমাজ, ব্যবসায়ী সমাজ, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ শোক ও সমবেদনা জানিয়েছেন।