কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে জাগরণী চক্র ফাউন্ডেশন (স্বপ্ন প্রকল্প) এর হাফ ইয়ারলি উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা সোমবার অনুষ্ঠিত হয়। কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সহ-সভাপতি টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার এসএম আল মামুন হোসেন, মোঃ রঞ্জু আলম, এবিএম আশেকুল আহাদ, ইডিসি সদস্য মোঃ আকরাম হোসেন, সাংবাদিক মোঃ জহির রায়হান, জেলা সমন্বয় কারী (জেসিএফ) মোঃ মনজুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডুকেশন সুপারভাইজার মোঃ সোলায়মান মিয়া। উপজেলার ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইডিসি ও এসএমসি সদস্যগণ উপস্থিত ছিলেন।