হারাগাছে কাকড়ার ধাক্কায় সড়কে প্রান গেল এক ব্যবসায়ীর
12, December, 2024, 8:49:10:PM
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার নাজিরদহ একতা বাজার এলাকায় বালুবাহী কাকড়া গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার সাইকেল আরোহী সুজন (৪৮) নামের এক হরেকমাল ব্যবসায়ীর মারা গেছেন। পারিবারিক সূত্রে জানাগেছে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ একতা বাজার এলাকার বাসিন্দা মৃত বুলু মাষ্টারের পুত্র সুজন মিয়া (৪৮) হরেক মাল ব্যবসা করে বাইসাইকেল যোগে বাড়ীতে যাওয়ার সময় নাজিরদহ একতা বাজার সংলগ্ন কুড়ারপাড় নামক স্থানে বকুল তলা-একতা বাজার রোডে পৌঁছিলে বালুবাহী কাকড়া গাড়ির ধাক্কায় ঘটনা স্থলেই তিনি মারা যান। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।