নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদের গুতিয়াবো গ্রামের বাড়িতে গতকাল ৩ এপ্রিল বুধবার ভোরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দু’টি মোবাইল ফোন, ৫ ভরি স্বর্ণালংকার, হীরের নাকফুল ও নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। আশপাশের লোকজন টের পেয়ে চোরদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানা এসআই পরেশ বাগচী ও মারুফ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে রাসেল মাহমুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য আশুলিয়া শিল্প পুলিশ পরিদর্শক (ওসি) নাজমুল ইসলামের রূপগঞ্জের জাঙ্গীর গ্রামের বাড়িতে গত মাসে চুরির ঘটনা ঘটে। রমজান মাসের শুরু থেকে রূপগঞ্জের বিভিন্ন গ্রামে ও মহাসড়কের পরিবহনে স্থানে স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জ থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। গত এক মাসে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় নেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।