রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির আয়োজনে ইফতার ও সিলেবাস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
3, April, 2024, 9:23:5:PM
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
গত ১ তারিখ সোমবার ২১ রমযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও ২০২৪ সালের গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মেধাবৃত্তির সিলেবাস বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির সুমন,রূপগঞ্জ ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কায়েতপাড়া ইউনিয়নের সভাপতি মোঃ নওয়াব ভূঁইয়া, এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সভাপতি - সাধারণ সম্পাদক হানিফ সাউদ, এম এ হান্নান সবুজ, লায়ন সালে আহমদ, গোলজার হোসেন লিটন, মাসুদ চৌধুরী, ঢালি মোঃ সুমন, আমিনুল ইসলাম, লায়ন মুনসুর আলী, কামরুল ইসলাম পাঠান, এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক আমজাদ, মানিক, মিজান, মাসুদ রানা, আবু বক্কর সিদ্দিক, জগদীশ চন্দ্র,মাসুম আহমেদ, খোরশেদ আলম, আবু নাসার অপু সহ অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার মহিলা সদস্য সীমা রাণী শীলা পাল, আবাবিল প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারীর মোঃ জয়নাল আবেদীন, রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আলী ওসমান সহ অনেক সম্মানিত গুণিজন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয় রূপগঞ্জ উপজেলায় কিন্ডারগার্টেনের শিক্ষা মান উন্নয়নে যে ভূমিকা রেখেছেন তা বিগত কোন এমপি- মন্ত্রীরা করেন নাই। এবং আরো বলেন
ঈদের পরে এমপি মহোদয়ের উপস্থিতিতে ২০২৩ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মানি প্রদান করা হবে।
পরে দোয়া করা হয় ও ইফতার শেষে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মেধা বৃত্তি - ২০২৪ সালের সিসেবাস বিতরণ করা হয়।