কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও সেবা প্রদর্শনী মেলা ২০২৪ বৃহস্পতিবার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আমবার আলী, রংপুর সরকারি মুরগী প্রজনন ও উন্নয়ন খামারের উপ-পরিচালক মোঃ নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুমি বেগম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শাকিল আহমেদ, খামারী জুলফিকার হায়দার, রাবেয়া বেগম প্রমূখ। অতিথি বৃন্দ মেলার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। আলোচনা শেষে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। মেলায় ৪০টি স্টল স্থান পায়।