কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় বিয়াইয়ের মারপিটে বিয়ানী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে হারাগাছ নাজিরদহ গ্রামে। থানায় অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার নাজিরদহ গ্রামের মঞ্জিল হোসেনের স্ত্রী হাজেরা বেগম (৪২) এর কন্যা মোছাঃ জেমিনা খাতুন (২০) সাথে একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইসমাইল হোসেন হাকিম (২৫) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ১৯ এপ্রিল সকালে বিয়াই জাহাঙ্গীর হোসেন তার বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। গালিগালাজ করিতে বাধা নিষেধ করিলে বিয়াই জাহাঙ্গীর হোসেন (৪৫) তার স্ত্রী সুরাইয়া বেগম (৩৭) ও তার ভাই আলমগীর হোসেন (৪০) এসে বিয়ানী হাজেরা বেগমের কাপড় বিবস্ত্র করে চুল টানা হেঁচড়া ও মারপিট করে তাদের ঘরে আটকে রেখে পুনরায় মারপিট করে। বিয়ানী হাজেরার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।