কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় আপন জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ী আছমা বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন। ডান পায়ের আঘাত ও চোখের আঘাত নিয়ে উপজেলা হাসপাতালে ব্যাথার যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকালে উপজেলার কুর্শা ইউনিয়নের জুম্মারপাড় পশ্চিম চাঁনঘাট গ্রামে। জামাইয়ের মারপিটে আহত চাঁনঘাট গ্রামের স্বামী পরিত্যাক্তা নজরুল ইসলামের স্ত্রী আছমা বেগম জানায় বাড়ি থেকে একটি ল্যাপটপ ও ১০ হাজার টাকা মেয়ের জামাই আজিজুল ইসলাম হৃদয় চুরি করে নিয়ে যায়। তাঁর ও মেয়ে জামাইয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় সে জামাইয়ের বাড়ির সামনে জামাইয়ের দেখা পেয়ে ল্যাপটপ ও টাকা চুরি করার বিষয়ে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে শাশুড়ী কে লাঠি দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় বেদম মারপিট শুরু করে। এতে ডান পা গুরুতার আঘাতপ্রাপ্ত এবং শরীরের বিভিন্ন স্থানে ও চোখে আঘাত পায়। এসময় তার মেয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারপিট করে তাড়িয়ে দেয়। স্থানীয় লোকজন ৯৯৯ হেল্প লাইনে ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় শাশুড়ী আছমা বেগম কে উদ্ধার করে রবিবার সন্ধ্যায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছমা বেগম ব্যাথার যন্ত্রণায় ছটফট করছেন। আছমা বেগম আরো জানান তার জামাই ৩ লক্ষ টাকা যৌতুক দাবী করে প্রায় তার মেয়ে কে মারপিট করত এবং সে প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তিনি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের যৌতুক দাবী ও মেয়ে কে মারপিটের বিষয়টি জানিয়ে কোন প্রতিকার পায়নি। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান বলেন এখনো এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।