আড়াইহাজারে এক আকস্মিক ঝড়ে বিভিন্ন জায়গার মোট ২৯টি বিদ্যুতিক খুঁটি ভেঙে পরেছে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ১৬টি গ্রাম।
শনিবার (৪ মে) এ তথ্য নিশ্চিত করেছে আড়াইহাজার পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান। তিনি দৈনিক নতুন বাজার ৭১.কম কে বলেন, ঝরে আসলে ১০০টির বেশি স্পটে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা গতকালের মধ্যেই সবগুলো গ্রামের বিদ্যুৎ সংযোগ আবারো স্থাপন করতে পেরেছি। ঘটনার পর থেকেই বিকল্প উপায়ে আমরা বিদ্যুৎ সরবারহ করেছি। এখন এমন কোন গ্রাম, পাড়া বা মহল্লা নেই যেখানে বিদ্যুৎ সংযোগ যায়নি। কিছু যায়গায় বিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎহীন থাকতে পারে। আমাদের সব কাজ প্রায় শেষ। তবে আড়াইহাজার থেকে মদনগঞ্জ সড়কের ১২টি খুটি ভেঙে পরেছিলো এই ঝড়ে। সেটার কাজ এখনো চলছে। আশা করছি খুব তারাতাড়ি সম্পন্ন করতে পারবো।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঝড়ে গোপালদী এলাকায় ৭টি ও আড়াইহাজার পৌরসভাসহ আশপাশ এলাকায় ২২টি খুঁটি নিয়ে মোট ২৯ টি খুটি ভেঙে পড়েছে।
আমি এখন কল করতে পারব না।যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে কল করব।