ফুলবাড়ীয় উপজেলা নির্বাচনে আনারস প্রতীক পেলেন ডাঃ কামরুজ্জামান
13, May, 2024, 8:37:35:PM
মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক পেয়েছেন ডাঃ কামরুজ্জামান। রবিবার(১৩ই মে) আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিলে তিনি তাঁর প্রত্যাশিত আনারস প্রতীক পান। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ময়মনসিংহ রিটাইর্নিং অফিসার মোঃ মাহমুদুল আলম এ প্রতীক বরাদ্দ করেন। ডাঃ কামরুজ্জামানের প্রতীক ঘোষণার পরপরই তার কর্মী-সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ডাঃ কামরুজ্জামান বলেন , “আনারস প্রতীক পেয়ে আমি সন্তুষ্ট। আমি জনগণকে সাথে নিয়ে সব সময় কাজ করেছি। মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে এবং পছন্দ করে। আমি যদি মানুষের সেই ভালোবাসা নিয়ে ফুলবাড়িয়া পরিষদ এর চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে ফুলবাড়ির রাস্তা-ঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে এই উপজেলাকে একটি মডেল উপজেলা পরিনত করবো ইনশাআল্লাহ।