কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠানের আয়োজনে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে সোমবার দুপুরে কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুনে, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাদ্রাসার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিম খানার সভাপতি আলহাজ¦ মিনহাজুর রহমান হেনা, অফিস প্রধান শরিফুল ইসলাম শিশির, মাদ্রাসার শিক্ষক মন্ডলি ও ছাত্রবৃন্দ। প্রায় শতাধিক শিশুর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।