মোঃমুনজুর রহমান রাজশাহীঃ প্রতিনিধি
রাজশাহী জেলার পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর হতে ২১ জনকে হাতেনাতে আটক করেছে।
আটককৃতরা হলেন চাঁদাবাজ চক্রের মূলহোতা আসামী ১। মোঃ দুলাল মন্ডল (৪৫), পিতা-মৃত ইউসূফ মন্ডল, সাং-গোপালপাড়া, থানা-দূর্গাপুর, ২। মোঃ নাঈম শাহ (৩১), পিতা-মৃত মাখন শাহ, সাং-ভাবনপুর, ৩। মোঃ তোফাজ্জল খঁা (৪০), পিতা-মৃত মেরাজ খাঁ, সাং-ভাবনপুর, ৪। মোঃ আলমগীর (৩৬), পিতা-মোঃ আকবর প্রামাণিক, সাং-রামরামা, উভয় থানা-বাগমারা, ৫। মোঃ আলামিন (২১), পিতা-আবু বক্কর, সাং-মন্ডলপাড়া, ৬। মোঃ বিলাস উদ্দিন (২০), পিতা-মোঃ কামরুজ্জামান, সাং-পমপাড়া, উভয় থানা-পুঠিয়া, ৭। মোঃ মিঠু শেখ (২৭), পিতা-মোঃ মনিরুল শেখ, ৮। মোঃ আসাদ হাসান (৩৪), পিতা-মোঃ হারুন প্রামাণিক, উভয় সাং-ভাবনপুর, থানা-বাগমারা, ৯। মোঃ বাবু (৪৪), পিতা-মৃত রইস উদ্দিন, সাং-তাহেরপুর, থানা-বাগমারা, সর্ব জেলা-রাজশাহী, ১০। মোঃ আবু হেনা বাদল (৪৩), পিতা-মৃত আজিজুল হক, সাং-বড়গাছী (সবসার), থানা-পবা, রাজশাহী মহানগর, ১১। মোঃ সজিব ইসলাম (২১), পিতা-মোঃ আনসার, সাং-রসূলপুর (গাইদুয়া), থানা-বাগমারা, ১২। মোঃ নাহিদুল ইসলাম (২০), পিতা-মৃত নবজেস খান, সাং-মঙ্গলপাড়া, থানা-পুঠিয়া, ১৩। শ্রী হিরু চন্দ্র পাল (৬০), পিতা-মৃত সুরেন্দ্রনাথ পাল, সাং-আনুলিয়া, থানা-দূর্গাপুর, ১৪। মোঃ আমিরুল হক (৩৩), পিতা- মৃতঃ মোহাম্মদ আলী, সাং- গন্ডগোয়ালি, ১৫। মোঃ খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), পিতা- মৃতঃ আব্দুল আলিম, সাং- কাঁঠালবাড়িয়া, উভয় থানা- পুঠিয়া, ১৬। মোঃ আঃ মজিদ (৬৫), পিতা- মৃতঃ ওমর আলী,মাতা- মৃতঃ সরেজান , সাং- সিংগা পূর্বপাড়া, থানা- দূর্গাপুর ১৭। মোঃ ওয়াহাব আলী (৩২), পিতা- মৃতঃ রেজাউল করিম, সাং- বানেশ্বর খুটিপাড়া, থানা- পুঠিয়া, ১৮। মোঃ মালেক উদ্দিন (৩২),পিতা- মৃতঃ বেশারত প্রামানিক, সাং-জয়কৃষ্ণপুর, ১৯। মোঃ মহসিন আলী (৪২), পিতা- মৃতঃ মহির উদ্দিন, সাং- সিংগা পূর্বপাড়া, ২০। মোঃ আবু জাফর (৪২), পিতা- মৃতঃ জেহের মন্ডল, সাং- সিংগা পশ্বিমপাড়া, থানা- দূর্গাপুর, ৬। মোঃ খোকন (২৫), পিতা- মৃতঃ বিচ্ছেদ আলী, সাং- রইপাড়া, সর্ব থানা- দূর্গাপুর, সর্ব জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং চাঁদা আদায় রশিদ বই-০৮টি, টালী খাতা-০২টি এবং চাঁদা আদায়কৃত নগদ=৬১১৯/-টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত চাঁদা রশিদ বই এর মাধ্যমে আদায় করে থাকে।
|