বিশ্বব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ’ এর উদ্যোগে বন্যার্ত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
3, July, 2024, 4:58:55:PM
গোলাপগঞ্জ প্রতিনিধি:
মানবতাবাদি সামাজিক সংগঠন ‘বিশ^ব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ’এর উদ্যোগে বন্যার্ত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-চাল, ডাল, আলু, পিয়াজ ও তেল।
মঙ্গলবার (২ জুলাই) উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহের বাজারে সংগঠনের উপদেষ্টা পাখি মিয়ার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়।
এসময় বক্তারা বলেন, কানাডা প্রবাসী জয়নাল আবেদীন জামিলের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগীতার লক্ষ্য নিয়ে সংগঠনের যাত্রা শুরু করে এ প্রবাসী সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে এই স্বল্প সময়ে সংগঠনটি অসহায় মানুষের বিপদে আপদে পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় বিগত দিনের ন্যায় এবারের বন্যায় ৫ শতাধিক অসহায় বন্যার্ত পরিবারের মাঝে বিভিন্ন গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
সভা শেষে ইউনিয়নের কাদিপুর, পানিয়াগা, রাংজিউল, কালিকৃষ্ণপুর, নুরজাহানপুর, ইসলামপুর, পনাইরচক, মেহেরপুর, খাটকাই, রামপুর, কদুপুর ও বসন্তপুর গ্রামে সংগঠনের অর্থায়নে নৌকাযোগে দিনব্যাপী এসব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।