যৌন উত্তেজক পানীয় বিক্রয় ও মজুদ রাখায় নবাবগঞ্জে জরিমান আদায়
5, July, 2024, 11:36:18:AM
মোঃ জুলহাজুল কবীর
নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে নিষিদ্ধ পানীয় মজুত ও বিক্রির দায়ে মোঃ শামসুদ্দিন মিয়া নামে একজনের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩-৪ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক নিষিদ্ধ পানীয় জব্দ করে আগুন জ্বালিয়ে পুড়ে ধ্বংস করা হয় । উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মোকছেদুল মোমিন জানান, উপজেলার ভাদুরিয়া বাজারের শামসুদ্দিনের দোকান ও গোডাউনে দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারী যৌন উত্তেজক পানীয় বিক্রি করা হচ্ছিল। এ সংবাদ পেয়ে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমান আাদালত পরিচালনার মাধ্যমে অভিযান চালান। এ সময় শামসুদ্দিনের গোডাউন থেকে প্রায় ৩-৪ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক পানীয় জব্দ করা হয়। যৌন উত্তেজক পানীয় রাখার অপরাধে বিক্রেতা শামসুদ্দিন(৫২) পিতা মৃত সাইফুদ্দিন গ্রাম পাকুড়িয়া, থানা নবাবগঞ্জ, জেলা দিনাজপুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে তার জরিমানা আদায় করা হয়। এ সময় র্যাব-১৩,এর একটি দল, স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।