সাজেদুল ইসলাম সাগর
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরর নবাবগঞ্জ ১৫ জুলাই সামবার সকাল ১১টায় আইন শখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়ছ। উপজলা নির্বাহী অফিসার মাঃ আনিসুর রহমানর সভাপতিত্ব উপজলা পরিষদর সভাকক্ষ্য এ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজলা পরিষদর নবনির্বাচিত চয়ারম্যান তাজওয়ার মাহাম্মদ ফাহিম, ভাইস-চয়ারম্যান আইনুল হক, মহিলা ভাইস চয়ারম্যান মাছাঃ শাবানা বগম, থানা অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তহিদ, ব্যবসায়ী সমিতির সভাপতি মাঃ মতিবুর রহমান, সাধারণ সম্পাদক মাঃ ফরহাদ চধুরী, উপজলার ৯টি ইউনিয়নর চয়ারম্যান মাঃ নজরুল ইসলাম ফত, মাঃ সালাউদ্দিন মাসুম, রাশদুল কবির রাজু, বিভিন দপ্তরর সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবদ উপস্থি ছিলন। নবাবগঞ্জ উপজলার ৯টি ইউনিয়নর চলমান আইন শখলা বিষয় নিয় ব্যাপক ও বিস্তর আলাচনা শষ গুরুত্বপূর্ণ সিদ্ধাÍ গহীত হয়।