২য় দিনেও কাউনিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি কম
11, August, 2024, 1:11:35:AM
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বৈষম্যবিরোধি ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনার পর খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর গত মঙ্গলবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ২য় দিনে শিক্ষকদের উপস্থিতি শতভাগ থাকলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ছিল একেবারেই কম। সরেজমিনে বুধবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থী উপস্থিতি ছিল একেবারেই কম। কাউনিয়ায় দ্বী-মূখী উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী বলেন, তার বাড়ি স্কুলের কাছা কাছি বলে এসেছেন। সে জানায় তার বান্ধবীদের সাথে যোগাযোগ করেছে কিন্তু তাদের মধ্যে এখনও আতংক কাটেনি, তাই তারা আসতে ভয় পাচ্ছে। কাউনিয়া মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পরিবেশ শান্ত হওয়ার আগেই হঠাৎ করেই স্কুল খুলে দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী বেশি দিনের ছুটি পেয়ে হয়তো বিভিন্ন জায়গায় রেড়াতে গেছে। যে কারণে উপস্থিতি কম। কাউনিয়ায় দ্বী-মূখী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক জানান, অনেক দিন পর স্কুল খুলেছে। চারদিকের পরিবেশও শান্ত হতে শুরু করেছে। দুয়েকদিনের মধ্যে ধীরে ধীরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। জানাগেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৬ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর উপাচার্যদের সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয়। পরদিন শিক্ষা মন্ত্রণালয় গত ১৭ জুলাই থেকে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ১৮ জুলাই থেকে দেশের আট বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভূক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর, সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। এর একদিন পার না হতেই সরকার প্রধান পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর থেকে একটি বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা খাকবে। বুধবার কাউনিয়া উপজেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ফিরিয়ে আনতে নানা মূখি পদক্ষেপ গ্রহন করা হয়েছে, পরিস্থিতি একটু সাভাবিক হলেই উপস্থিতি বাড়বে।