কাউনিয়ার বেইলীব্রীজে টিপু মুনশি যাত্রী ছাউনির নাম করা হলো আবু সাঈদ যাত্রী ছাউনি
11, August, 2024, 1:14:7:AM
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে বলা হচ্ছে বৈষম্যবিরোধী বাংলাদেশের রূপকার। আন্দোলনের সময় দু-হাত উচিয়ে বুক পেতে পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে মৃত্যুকে সাহসের সাথে মেনে নেয়ার এই ঘটনাকে কেন্দ্র করে দেশসহ সারা বিশে^ বৈষম্য বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে। তার বাবা মা, সহপাঠি, শিক্ষক, সমন্বয়ক ও সুধিজন সবাই চাইছেন আবু সাঈদসহ সকল শহীদকে জাতীয় মেধাযোদ্ধার বীর খেতাব দেয়া হোক। তারই আলোকে রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বেইলিব্রীজে স্থাপিত টিপু মুনশি যাত্রী ছাউনির নামকরণ করা হয়েছে শহীদ আবু সাঈদ যাত্রী ছাউনী। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় জনগন শহীদ আবু সাঈদ যাত্রী ছাউনি সংবলিত একটি সাইনবোর্ড টানিয়ে বেইলি ব্রীজ যাত্রী ছাউনির নামকরণ করেন। নতুন সরকার এসে নামকরণটি যেন স্থায়ীভাবে করেন তারও দাবী স্থানীয়দের।