শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির নেতাকর্মীরা মাঠে
19, August, 2024, 1:28:54:AM
জীবন আহমেদ, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ -সোনারগাঁও উপজেলা মাঠ প্রাঙ্গণে বি এন পির নেতা সাবেক মেম্বার শাজাহানের সভাপতিত্বে শতাধিক নেতা কর্মী নিয়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে ভরপুর ছিলো মাঠ প্রাঙ্গণ। (সকাল ১১ টায় রবিবার) এই মিছিল শেষে সাংবাদিকদের শাজাহান সবেক মেম্বার বলেন, যে আজকে এই মিছিলে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল,সব বি এন পির নেতা কর্মীদের নিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ করলাম।। এখন থেকে আমরা সব সময় মাঠে থাকবো সব নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে হাসিনার শাস্তির দাবিতে মাঠে থাকবো এ বলে শেষ করলেন।।