চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের পাম্প রুমে বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সীতাকুন্ডের সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় এস এন কর্পোরশন নামে একটি প্রতিষ্ঠানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকী দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন।
আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা ১০ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।