গোলাপগঞ্জে গরীব ও অসহায় ৭০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
15, September, 2024, 6:02:43:AM
গোলাপগঞ্জ প্রতিনিধি:
নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দই যেন খুঁজে পেয়েছে গোলাপগঞ্জের বাগিরঘাটে আলাল দিপা ফান্ডেশন ও জেনারেশ ডনেশন ওয়্যার মেইড বাই ফারিদ, ফারিয়া, সাজেদা এন্ড ফারিজা মোহাম্মদ এলং ওয়িথ সাইফ মোহাম্মদ এবং তানিশা ট্রাক্স এন্ড নোটারী সার্ভিস।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার বাঘিরঘাটে এলাকার বিশিষ্ট মুরুব্বী বাবুল মিয়ার সভাপতিত্বে ৭০টি অসহায় পরিবারকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছে।