রূপগঞ্জে সংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
18, September, 2024, 11:09:14:AM
মো: রাসেল মোল্লা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এমোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দৈনিক সংবাদচর্চা পক্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খাঁন মুন্না, সাংবাদিক মাসুদ ভুঁইয়া, এস এম রুবেল মাহমুদ, ইমদাদুল হক দুলাল, মাছুম খান, বিল্লাল হোসেন, আল-আমিন মিন্টু, সৈয়দ নাজমুল হক, আলম হোসেন, অনুপম হাসান ফরিদ রাসেল মোল্লা প্রমুখ।
সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, হামলা, যৌতুক, বাল্যবিয়ে, যানজট নিরসন ও মানবপাচারসহ সামাজিক ব্যাধি নিরসনে প্রশাসন ও সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়।
পরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মাঃ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।