স্বাধীনতার ৫৩ বছরেও নির্মাণ হয়নি বাসষ্ট্যান্ড বা যাত্রী ছাউনি ফুলবাড়ীতে বাস টার্মিনাল না থাকায় জনদূর্ভোগ
24, September, 2024, 9:26:10:PM
মোঃ আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ীতে বাস টার্মিনাল না থাকায় জনদূর্ভোগ। স্বাধীনতার ৫৩ বছরেও গড়ে ওঠেনি বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি। সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলাগুলিতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় অনেক জেলা ও উপজেলায় বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি গড়ে উঠলেও ফুলবাড়ীতে বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি গড়ে ওঠেনি। নিলফামারী থেকে ফুলবাড়ী, সৈয়দপুর-পার্বতীপুর থেকে ফুলবাড়ী, দিনাজপুর থেকে ঢাকাগামী মহাসড়ক হাকিমপুর-ঘোড়াঘাট-বিরামপুর-নবাবগঞ্জ থেকে ফুলবাড়ী, রংপুর মিঠাপুকুর হয়ে ফুলবাড়ীর সড়ক যোগাযোগ পথ উন্নতি হলেও যানজট বৃদ্ধি পেয়েছে। সেই কারণে অতি গুরুত্বপূর্ণ ফুলবাড়ী উপজেলা। এখানে অতি জরুরী একটি বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি গড়ে উঠেনি। যানবাহনগুলি চারিদিক থেকে এলোমেলোভাবে যাতায়াত করছে। গাড়ি দাঁড়াবে কোথায়, যাত্রী উঠবে কোথায় এখানে কোন শৃঙ্খলা নেই। রাস্তায় রাস্তায় শ্রমিকেরা টেবিল নিয়ে বসে গাড়িতে যাত্রী উঠানামা করছে। ফুলবাড়ীতে বাস টার্মিনাল করার উপযুক্ত জায়গা থাকলেও সরকারিভাবে এখানে এখনো কোন বাস টার্মিনাল করার সম্ভাবনা দেখা যাচ্ছেনা। ফুলবাড়ীতে বাস শ্রমিক ইউনিয়নের নিজস্ব একটি বাসষ্ট্যান্ড থাকলেও সেখানে আধুনিক কোন উন্নতি হয়নি। অপরদিকে ফুলবাড়ীর ঢাকা মোড় থেকে উর্বশী সিনেমা হল পর্যন্ত দূরপাল্লার যানবাহনগুলির কাউন্টার থাকলেও এসব কাউন্টার জায়গার অভাবে অন্যত্র চলে যেতে পারছে না। ফলে বছরে ২টি ঈদ এলে ঈদের পরেই ২-৩ মাইল পর্যন্ত যানবাহন জ্যাম হয়ে যায়। কারণ ঈদের ছুটিতে আসা শত শত যাত্রী বিভিন্ন এলাকা থেকে এসে এখানে গাড়িতে উঠে নিজ নিজ গন্তব্য স্থানে চলে যান। ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় পার হয়ে মধ্যপাড়া রোড সংলগ্ন স্থানে বাস টার্মিনাল করার উপর্যুক্ত জায়গা থাকলেও কারো কোন মাথা ব্যাথা নেই। ফলে দিন দিন ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় বাসা বাড়ি দোকানপাট হোটেল রেস্তোরা ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় জায়গা কমে যাচ্ছে। ফলে শহরে দিন দিন যানজট বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি সড়কে দূর্ঘটনা ঘটছে। এ বিষয়ে ফুলবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মহসীন আলী সরকারের সাথে গতকাল শুক্রবার যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বললে তিনি জানান, ফুলবাড়ী উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা, এই উপজেলায় গত এক বছরে অনেক সড়ক দূর্ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব ১শত শতক জায়গা রয়েছে। সেখানে সরকার বাস টার্মিনাল নির্মাণ করলে সড়ক দূর্ঘটনা ও যত্রতত্র দূরপাল্লার যানবাহন দাঁড়ানো বন্ধ হয়ে যাবে। এই দূর্ভোগ অনেক দিনের, আমি মনে করি সরকার গুরুত্বসহকারে বাস টার্মিনাল নির্মাণ করলে ফুলবাড়ী বাসির দূর্ভোগ কমে যাবে। একই কথা বলেন, ফুলবাড়ী উপজেলা শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ মামুন। ফুলবাড়ীর সচেতন মহল জরুরী ভিত্তিতে ফুলবাড়ী শহরের বাহিরে বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি গড়ে তোলার দাবি জানিয়েছেন।