রূপগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলা : আহত- ২০, দোকান ভাংচুর ও লুটপাট
26, September, 2024, 11:25:32:PM
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক সাধারন-সম্পাদক জুবায়ের রহমান জিকুর নেতৃত্বে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলা কমপক্ষে ২০ ছাত্রদল কর্মী আহত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকা থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারন-সম্পাদক জুবায়ের রহমান জিকুর নেতৃত্বে প্রায় কয়েক হাজার নেতাকর্মী সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভুলতা গাউছিয়া এলাকায় পৌছেলে ৫০/৬০ জন লোক দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে মিছিলে হামলা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময হামলাকারী কমপক্ষে ২০ ছাত্রদল কর্মীকে পিটিয়ে আহত করে। এ সময় তারা দুইটি দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে জুবায়ের রহমান জিকু বলেন, তারা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলেন। এসময় কিছু দুস্কৃতিকারী তাদের উপর হামলা চালায়। ভবিষ্যতে যদি কেউ এমন করে তবে তাদের বিরুদ্ধে জবাব দেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন ছাত্রদলের একটি মিছিলে হামলার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।