সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ টানা কয়েকদিনের প্রখর খরতাপ ও প্রচন্ড গরমের পর অবশেষে বুধবার রাত থেকে রংপুরের কাউনিয়ায় স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে আমন ধানচাষিরা বেজায় খুশি। সরেজমিনে নিজপাড়া গ্রামে গিয়ে কথা হয় ধান চাষি প্রহলাদ চন্দ্র ও সিদ্দিক এর সাথে, তারা জানান টানা কয়েকদিনের প্রখর তাপে আমন ধান পুরে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই সাথে বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমন দেখা দিয়েছে, রহমতের বৃষ্টিতে পোকার আক্রমন করমবে ও জমির চেহারা ফিরবে এবং ফলন ভাল হবে। মধুপুর রোডের মুদী দোকানী সোহরাব হোসনে জানান, টানা কয়েকদিনের রোদের তাপে রাস্তায় ঝরঝরে শুকনো ধুলো-বালিতে নিমজ্জিত হয়ে গেছে এলাকা, যানবাহন চলাচল করলেই সেই ধুলো-বালি দোকানে এসে পড়ে। এরপর বুধবার রাত থেকে তপ্ত ধূলিকণায় স্পর্শ করে কাংখিত সেই বৃষ্টির ছোট ছোট কণা। তারপর শীতল বাতাসের সাথে ঝরঝর বৃষ্টি ঝরতে থাকে প্রায় রাতভর। সহকারী অধ্যাপক শাহ রাজু জানান, রহমতের বৃষ্টি হওয়ায় প্রকৃতি কয়েকদিনের খরতাপ থেকে মুক্তি পায়। বৃহস্পতিবার সকাল থেকে কখনো জোরালো বৃষ্টি, কখনো থেমে থেমে চলা বৃষ্টিতে মানুষকে দেখা গেছে ছাতা মাথায়। এ সময় দূরের আকাশে বিদ্যুৎ এর ঝলক দেখা গেলেও উপজেলায় কোথাও বজ্রপাতের কোনো ঘটনা ঘটেনি। বৃষ্টিতে আবার অনেকেই ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে অফিসগামীসহ কর্মজীবী মানুষেরা। বৃষ্টির কারনে এলাকায় হঠাৎ মানুষজন কমে যাওয়ায় বিপাকে পড়েছেন স্টেশন রোডের ফুটপাতের চা বিক্রেতা শরিফুল। তার দোকানে চা খেতে লোকজনের ভিড় থাকত, কিন্তু বৃষ্টির কারণে লোক নেই। একই কথা জানালেন, অন্নদা নগর রোডের চা বিক্রেতা দিলিপ চন্দ্র। তিনি বলেন, বৃষ্টি দিনটা শ্যাষ করে দিল। এখন এইখানে লোকজনের ভিড় থাকত। বৃষ্টির কারণে লোক নাই, বেচাকেনা কম হবে।