নবাবগঞ্জে ৫৮টি দুর্গাপুজার পরিচালনা কমিটির সাথে বিএনপির শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা
6, October, 2024, 1:03:2:PM
এম সাজেদুল ইসলাম সাগর,
নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫৮টি দুর্গাপুজা মন্ডবের পরিচালনা কমিটির প্রতিনিধি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড,এম জাহিদ হাসান।
এছাড়া বিএনপির রংপুর বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক আঃ খালেক, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল আজিম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা কমিটির আহব্বায়ক উত্তর কুমার সাহা, জেলা কমিটির সদস্য গজেন চন্দ্র বর্মন স্বপন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা সহ আরও অনেকেই বক্তব্য দেন।
পরে প্রধান অতিথি উপজেলার ৫৮টি দুর্গাপুজা মন্ডবের পরিচালনা কমিটির প্রতিনিধির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।