“জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস পালিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার(ভুমি) রেজাউল ইসলামের সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় থানার অফিসার ইনচার্জ (চঃ দাঃ) নাজমুল কাদের, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা সহকারী প্রোগ্রামার তারেক সেফাতী, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।