তারেক রহমানের চয়েস হতে পারে ভালুকা থেকে অধ্যাপক ড. তারিকুল ইসলাম
8, October, 2024, 12:10:7:AM
ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় তারেক রহমানের চয়েস হতে পারে অধ্যাপক ড. তারিকুল ইসলাম
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম হতে পারে জনাব তারেক রহমানের পছন্দের নমিনি। ডক্টর তারিকুলে আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ অনেক আগে থেকেই, বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে জাতিসংঘের তথা ইউএনডিপির আবাসিক প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন প্রায় আট বছর। রোহিঙ্গা ইস্যু,মানবাধিকার উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা সহ বিভিন্ন ইসুতে দেশের বিভিন্ন রাষ্ট্রে নিযুক্ত ছিলেন। ডক্টর তারিকুল ২০১৮ সালে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ২০২১ সালে লন্ডনের ক্রেমভিজ বিশ্ববিদ্যালয় ভিজিটিং স্কলার হিসেবে যোগদান করেন, তাছাড়া তরুণ এই স্কলার নেপালে সেরা লেখকের সম্মাননা এবং নেপালের ত্রিভুন বিশ্ববিদ্যালয়ে ল্যাকচারার হিসেবে নিযুক্ত হন, সবশেষ ২০২৪ সালে বিশ্বখ্যাত আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন অতঃপর আবারও চলতি মাসে আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পররাষ্ট্র নীতি শীর্ষক ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগ দিবেন।তাছাড়া ডক্টর তারিকুল নিজ এলাকা ময়য়নসিংহ ভালুকার মাহমুদপুর গ্রামে সামাজিক প্রতিষ্ঠান সহ মিডিয়া বিভিন্ন আলোচনায় এলাকার সমস্যার কথা তুলে ধরেন। ময়মনসিংহ ১১ ভালুকা মাহমুদপুর গ্রামে জন্ম নেওয়া তরুণ স্কলার কে বিএনপির ভাইয়াস চেয়ারম্যান জনাব তারেক রহমান হয়তো বিএনপির সরকার গঠন করলে মন্ত্রী সভা অথবা সরকারের গুরুত্বপূর্ণ স্থানে রাখবেন।