ব্যাক্তিদের ব্যাংক হিসাব জব্দ করে তদন্তের জন্য "দুদক" এর প্রতি অনুরোধ করা হল।
19, October, 2024, 9:24:47:PM
নিম্নে উল্লেখিত ব্যাক্তিদের ব্যাংক হিসাব জব্দ করে তদন্তের জন্য "দুদক" এর প্রতি অনুরোধ করা হল। (১) ২০১৪, ২০১৮,২০২৪ নির্বাচীত সকল সংসদ সদস্য ও তাদের পিএস এবং এপিএস (২) বিগত "বারো বছরের" সকল জেলা পরিশোধের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও পৌরসভা মেয়র (৩) বিগত "বারো বছরের" সকল সিটি কর্পোরেশন মেয়র ও কাউন্সিলর (৪) বিগত "বারো বছরের" সকল জেলা আদালতের জর্জ, হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি (৫) বিগত "বারো বছরের" বিভাগীয় সকল পুলিশ কমিশনার (DIG) (৬) বিগত "বারো বছরের" সকল পুলিশ সুপার ও অতিরিক্ত (SP & ASP) (৭) বিগত "বারো বছরের" সকল জেলা প্রশাসক (DC) (৮) বিগত "বারো বছরের" সকল থানার সকল এসিল্যান্ড, অসি ও দারোগা (৯) বিগত "বারো বছরের" সকল ইউনু (১০) বিগত "বারো বছরের" সকল পুলিশ প্রধান (IGP) ও অতিরিক্ত (১১) বিগত "বারো বছরের" সকল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার (১২) বিগত "বারো বছরের" পুলিশের বিভিন্ন শাখার সকল প্রধান (১৩) বিগত "বারো বছরের" RAB, BGB, ANSAR - এর প্রধান এবং এদের বিভিন্ন সেক্টরের সকল প্রধান (১৪) বিগত "বারো বছরের" DGFI, NSI, DB, CID - এর প্রধান (১৫) বিগত "বারো বছরের" সকল মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিব (১৬) বিগত "বারো বছরের" সশস্ত্রবাহিনীর সকল প্রধান সহ তাদের বিভিন্ন ইউনিটের প্রধান (১৭) বিগত "বারো বছরের" সকল ব্যাংক এর প্রাধান এবং তাদের সকল জেলা শাখার প্রধান (১৮) বিগত বারো বছরের সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (১৯) বিগত "বারো বছরের" আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ জেলা পর্যায়ের সকল সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক (২০) এস আলমের, আইএফআইসি, বেক্সিমকোর মতো আরো যত শিল্পপতি নামের রাগব বোয়াল আছে এদের সকলের (২১) বিগত ১২ বছরের সকল সরকারি - বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাক্ষ ও উপাচার্য লেখক: এসকে শফিকুল ইসলাম শুভ। বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য