নারায়ণগঞ্জ বন্দরে বাড়ীর কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে মরিয়ম আক্তার (১৩) নামে এক কিশোরী। গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ কিশোরী মা ফাতেমা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। নিখোঁজ মরিয়ম আক্তার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকার আশাবুদ্দিন মিয়ার মেয়ে। এর আগে গত রোববার (২০ অক্টোবর) রাত ৮টায় উল্লেখিত এলাকা থেকে বের হয়ে ওই কিশোরী নিখোঁজ হয়। নিখোঁজ কিশোরী পিতা আশাবুদ্দিন মিয়া গনমাধ্যমকে জানান, গত রোববার রাত ৮টায় আমরা বাসা না থাকা অবস্থায় আমার মেয়ে মরিয়ম আক্তার বাড়ি কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি । অনেক স্থানে খোঁজাখুজি করে আমার মেয়ের কোন সন্ধান পায়নি। তার ব্যবহাকৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে থানায় নিখোঁজ জিডি দায়ের করলে পুলিশ জিডি পেয়ে নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।