কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার হলদীবাড়ী রেলগেটের নিকটে অভিনব কৌশলে একটি অটোরিকশা চুরি গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। জানাগেছে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা চর গোকুন্ডা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মোঃ ওমর ফারুক (৩৫) ভাড়া খাটার জন্য তার অটোরিক্সাটি নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিস্তা বাস স্টান্ডে আসে। সেখানে আধাবয়সী একজন অপরিচিত ব্যক্তি কাউনিয়া কলেজে যাওয়ার জন্য অটোরিক্সাটি ভাড়া করে। কিন্তু ওই যাত্রী তকিপল হাটে পৌঁছে কাউনিয়া কলেজে না গিয়ে তাকে রেল গেটের দিকে যেতে বলে। তকিপল হাট থেকে রেল গেট পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় রেল গেটের কাছাকাছি গেলে চালক কে অটোরিক্সা থামাতে বলে এবং দুরে এক ব্যক্তি কে দেখিয়ে দিয়ে তাকে ডেকে আনতে বলেন। অটো রিকশা চালক লোকটিকে ডাকার জন্য গেলে ওই সুযোগে যাত্রী বেশি চোর অটোরিক্সাটি নিয়ে সটকে পড়েন। অটোরিক্সা চালক ফিরে এসে দেখেন তার অটোরিক্সা সহ লোকটি নেই। সে তার অটোরিক্সা নিয়ে পালিয়েছে। ওমর ফারুক জীবিকা নির্বাহের একমাত্র বাহনটি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এসএম শরিফ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।