ভালুকায় মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
2, November, 2024, 11:29:13:PM
মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার বিকেলে শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন ও ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, ছারুয়ার জাহান এমরান, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হামিদ ক্বারী, ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন, আসন্ন ভালুকা পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য নাইমুল করিম জান্নাত প্রমূখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।