রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
4, November, 2024, 10:53:9:AM
ছগির মিয়া
ফটো সাংবাদিক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ নভেম্বর শনিবার উপজেলার রূপগঞ্জ মুশুরী বালুরমাঠে এ সমাবেশ হয়। রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদল আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীম ।রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক মো: জিন্নাত আলী, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রফিক ভুইঁয়া,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মজিবুর রহমান মোল্লা,রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা মফিজুল ইসলাম ও বাচ্চু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা এ রূপগঞ্জের নিরীহ মানুষের উপর অনেক নির্যাতন ও অত্যাচার করেছে। সাধারণ মানুষের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দিপু ভুঁইয়ার নেতৃত্বে এসকল মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, সন্ত্রাস, ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।