মোঃ আকাশ আহমেদ , ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ময়মনসিংহের ভালুকায় উৎসবমোখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বর্নাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর বৃহস্পতিবার বাস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে এই কর্মসূচী পালিত হয়। আলোচনা সভায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম আলী খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, সারোয়ার জাহান এমরান। এসময়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাদিম ক্বারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, নজরুল ইসলাম মাস্টার, আইয়ূব আলী কমান্ডার, খালেকুজ্জামান তালুকদার, নজরুল ইসলাম মাস্টার, সিরাজুল ইসলাম ঢালী, নাসির উদ্দিন সরকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, তাহের উদ্দিন ফকির, জহির রায়হান, উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ জেলা যুবদলের সহসম্পাদক আবু সাঈদ জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, মাসুদ চৌধুরী, পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন, সাবেক ছাত্রনেতা কায়সার আহমেদ কাজল, উপজেলা শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, মহিলাদল নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।