আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা ভিত্তিক ভুমি বিষয়ক সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কারিতাস আলোক -৩ প্রকল্পের আয়োজনে উপজেলা ভিওিক ভূমিবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন মধুপুরের জলছত্র শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাফেং ফাউন্ডেশনের ম্যানেজার মি. উজ্জ্বল আজিম,মি. বাধন চিরান ফোকাল পার্সন আলোক -৩ প্রকল্প,কারিতাস ময়মনসিংহ অঞ্চল। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এড জন জেএা, সহ-সভাপতি টমাস চাম্বুগং, মি.প্রবীন চিসিম, মিসেস সূচনা রুরাম,মাঠ কর্মকর্তা আলোক -৩ প্রকল্প মধুপুর জোন। এসময় মধুপুর উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দ উক্ত অনুস্ঠানে উপস্থিত ছিলেন।