গাজীপুর ট্রাফিক উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খানের সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ
19, November, 2024, 5:48:53:PM
স্টাফ রিপোটারঃ গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপ-কমিশনার(ডিসি) মোঃ ইব্রাহিম খানের সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ ইব্রাহিম খানের কার্যালয়ে গেলে সাংবাদিকদের কে দেখা করতে দেন নাই, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ ইব্রাহিম খানের পুলিশ সদস্যগণ। গাজীপুর ট্রাফিক উপ-পুলিশ কমিশনার(ডিসি) মোঃ ইব্রাহিম খানের কার্যালয়ের নীচ তলায় একজন পুলিশ সদস্য তাকে বলা হল আমি সাংবাদিক আপনাদের ডিসি সাহেবের সাথে সাক্ষাৎ করবো, তিনি বললেন ডিসি সাহেবের অডার কাউকে ডুকতে দেওয়া যাবে না। আপনি ডিসি সাহেবকে ফোন দিন? এমন সময় একজন অন্য এক ব্যক্তির আত্মীয় পুলিশ অফিসার হওয়ায় ডিসি সাহেব কে ফোন দিলে পরে তাকে দেখা করতে দেওয়া হয়। ট্রাফিক উপ-পুলিশ কমিশনার(ডিসি) মোঃ ইব্রাহিম এর বডিগার্ডকে বিষয়টি সাংবাদিক বললেন, আপনি একটু ডিসি সাহেব কে বলবেন একজন সাংবাদিক আসছে আপনার সাথে দেখা করতে, তখন বডিগার্ড বললেন, আপনি ডিসি স্যার কে ফোন দেন, ডিসি স্যার অডার দিলে আপনাকে ঢুকতে দিবো? পরে ডিসি(ট্রাফিক) সাহেব এর সরকারি মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই। এমন কি তার হোয়াটসঅ্যাপেও একাধিক বার ফোন করলেও তিনি(ডিসি) ফোন রিসিভ করেন নাই। একজন সাংবাদিক যদি ট্রাফিক ডিসির সাথে দেখা করতে না পারে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সহজেই অনুমান করা যায়? ট্রাফিক এর ডিসি মোঃ ইব্রাহিম খান ট্রাফিকে আসার আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (অপরাধ দক্ষিণ) টঙ্গী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) দায়িত্ব পালন করেন। তিনি কতটুকু সেবা দিয়েছেন সেটা টঙ্গী বাসী ভালো করে জানে।