মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রাজশাহীর দুর্গাপুরে আটক ৩ জনের কারাদণ্ড,,
21, November, 2024, 3:40:19:PM
মোঃ মুনজুর রহমান জেলা প্রতিনিধি রাজশাহী, দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক-৩ রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে, বুধবার ২০ নভেম্বর উপজেলার সিংগা পুর্বপাড়া ও মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়, পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন, সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার সিংগা (মধ্যপাড়া) গ্রামের শ্রী প্রেমপদ পান্নার ছেলে রবিন পান্না ২৬, উপজেলার সিংগা (পুর্বপাড়া) গ্রামের সামশুল হকের ছেলে ফয়সাল ইসলাম ২২ একই এলাকার আব্দুর রশিদদের ছেলে জহুরুল ইসলাম রনি ৩০ অপরদিকে অভিযানে চোলাই মদ উদ্ধার করা করা হয় এসময় উপজেলার সিংগা (মধ্যপাড়া) গ্রামের গবরধনের ছেলে মাদক ব্যবসায়ী পরমেশ্বর (৩৫) পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয় (খ) সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।