কাউনিয়ায় অর্থনৈতিক শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা
24, November, 2024, 4:59:22:PM
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে কাউনিয়ায় শুসারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান দপ্তরের আয়োজনে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) লোকমান হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মামুন, কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম শাহনেওয়াজ শুভ, কাউনিয়া বলিক সমবায় সমিতির সাবেক সম্পাদক ও প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইউপি চেয়ারম্যান আনছার আলী, আব্দুল মজিদ, রাশেদুল ইসলাম, সমাজসেবা অফিসার সামিউল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আরিফ মাহফুজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, জোনাল অফিসার নুরুল আমিন, মোঃ সাদাত, উপজেলা প্রেসক্লাব যুগ্ন আহবায়ক নিতাই রায় প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী সহ অনেকে। সভায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জানান, অর্থনৈতিক শুমারি ২০২৪ আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। শুমারিতে স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানার তথ্য সংগ্রহের মূল কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমের জন্য স্থানীয় শিক্ষিত বেকার তরুণ তরুণী এবং পূর্বের শুমারি-কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা শ্রেণিবিন্যাস অনুযায়ী অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত সকল প্রতিষ্ঠান, পরিবার ও ছোট-বড়-মাঝারি আকারের কলকারখানায় কাজের ধরণ, আয়-ব্যয় ও শ্রমিকের সংখ্যাসহ নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। তাদেরকে যার যার জায়গা থেকে সকল ধরণের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।