নাটোরে জমি বিক্রি করার পর ভাইয়ের কাছে ভাই প্রতারিত
2, January, 2025, 8:00:36:PM
নাটোর প্রতিনিধি নাটোর সদরের লক্ষ্মীপুর খোড়াবাড়িয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে মোঃ করিম মিয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। স্থানীয় সূত্রে জানান, করিম তার নিজস্ব জমি বিক্রি করার জন্য সকল কাগজ পত্র ছোট ভাই রহিম এর কাছে দায়িত্ব দেই, সকল কাগজপত্র কমপ্লিট হওয়ার পর জমি রহিমের নামে বিক্রি করার উদ্দেশ্যে হাজির হইলে এবং রহিমের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর করিম জমি বিক্রয়ের পাওনা টাকা ভাইয়ের কাছে চাওয়ার পর ছোট ভাই রহিম বলে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে গিয়ে টাকা দিব এমন প্রস্তাবে করিম রাজি হয়ে যাই কিন্তু বাড়িতে আসার পর রহিম এর কাছে বিক্রি করা সম্পত্তির টাকা চাইলে সে বলে সকালে টাকা দিব, আবারো যখন সকালে চাই তখন বলে সাতদিন পরে দিব, তখনই করিম বিষয়টি এলাকাবাসীকে জানিয়ে যখন টাকা উদ্ধার হয়নি তখন ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন তিনি।
করিমের ভাই রহিমের কাছে এই প্রতিবেদন জানতে চাইলে তিনি করিমের অভিযোগের বিষয় সব কিছু অস্বীকার করেন।
তবে করিমের এলাকাবাসী জানান , আমরা জমি বিষয়ে কয়েক বার ইউনিয়ন পরিষদে সালিশ করতে দেখেছি, শেষ পর্যন্ত কি হয়েছে আমরা জানিনা।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান নুরুজ্জামান কালু বলেন , দীর্ঘদিন যাবত রহিম এবং করিমের মধ্যে জমি নিয়ে ঝগড়া ফ্যাসাদ চলার পর ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ করে অভিযোগের প্রেক্ষিতে প্রথমে চল্লিশ হাজার টাকা রায় করা হয় এই চল্লিশ হাজার টাকা করিম না নিয়ে বিষয়টি আবারও পর্যবেক্ষণের অনুরোধ জানান। বিষয়টি নতুন করে খতিয়ে দেখার পর বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে ৬ লক্ষ ৭৫ হাজার টাকা রায় করা হয়। এই টাকা দিতে রহিম অস্বীকার করিলে করিম কে উচ্চতর আদালতে যাওয়ার পরামর্শ দেই।