মো: রাসেল মোল্লা
ঢাকা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ অংশের ১৫ কিলোমিটার সড়কের নির্মাণ
কাজ ৩ জুন শনিবার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল
অধিদপ্তরের (এলজিইডি) এই সড়ক ১৮ ফুট প্রস্থে পাকাকরণ ও ৬ ফুট করে ফুটপাত
এবং মাটি ভরাট কাজের ব্যয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা। বৃহত্তর ঢাকা উন্নয়ন
প্রকল্প-৪ (জিডিপি-৪) এর অধীনে সড়কটি নির্মাণ করা হবে। আগামী ডিসেম্বর
মাসের আগেই এ সড়কের নির্মাণ কাজ সমাপ্ত হবে।
রূপগঞ্জের এইচ আর মডেল স্কুল মাঠে আয়োজিত সড়ক নির্মাণ
কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান
আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুইয়া। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী
গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ
শাহজাহান ভুইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা
প্রকৌশলী জামালউদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন,
আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, মশিউর রহমান তারেক, ওবায়দুল মজিদ জুয়েল,
মাছুম চৌধুরী অপু, শীলা রাণী পাল, আলহাজ¦ হাবিবুর রহমান হারেছ, ইমন হাসান
খোকন, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের যতো অর্জন তার পুরোটাই এসেছে
আওয়ামীলীগ সরকারের হাত ধরে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ
ক্ষমতায় আসলেই দেশের সার্বিক উন্নয়ন হয়।
পরে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
রিপোর্ট
নির্বাহী সম্পাদক
দৈনিক নতুন বাজার ৭১.কম