মো: রাসেল মোল্লা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহর এক জনমানব শূন্য এলাকা।
পূর্বাচল উপশহর ও আশপাশের এলাকা দিন দিন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে
উঠছে। এখানে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ নানা ঘটনা ঘটে চলছে
প্রতিনিয়ত। বর্তমানে পূর্বাচল উপ-শহরের নতুন আতঙ্ক শান্ত বাহিনী।
সন্ত্রাসী শান্তর নেতৃত্বেই পূর্বাচল ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা,
ছিনতাই, ডাকাতি বেড়ে চলছে। এ বাহিনীর অত্যাচারে পূর্বাচল ও আশপাশের
এলাকার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এদিকে শান্ত ও তার বাহিনীর
বিরুদ্ধে রূপগঞ্জ থানা ও পার্শ¦বর্তী কালীগঞ্জ থানায় চুরি, ডাকাতি,
ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডসহ হাফ ডজন মামলা রয়েছে। একাধিক মামলা থাকলে
রহস্যজনক কারনে রূপগঞ্জ থানা পুলিশ শান্ত ও তার বাহিনীর সদস্যদের
গ্রেফতার করছেনা।ভুক্তভোগী আসিফ আহমেদ ও স্থানীয়রা জানান, গত ২৪ অক্টোবর
সন্ত্রাসী শান্ত ও সহযোগী গোলাপসহ তাদের বাহিনী সদস্যরা পূর্বাচলের
লালমাটি এলাকা থেকে আসিফ আহমেদ নামে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে
তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় আসিফ
আহমেদ বাদী রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তাকে
শান্ত বাহিনী ও তার সদস্যরা অভিযোগ তুলে নিতে হুমকি প্রদান করেন।
অভিযোগের দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ শান্ত ও তার বাহিনীর সদ্যদের
রহস্যজনক কারনে এখনো গ্রেপ্তার করছেনা। শান্ত বাহিনীর সঙ্গে রূপগঞ।জ থানা
পুলিশের সখ্যতা রয়েছে বলে তিনি দাবি করেন। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির
মুখে আসিফ আহমেদ ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। জানা গেছে, সন্ত্রাসী শান্ত উপজেলার কালনী এলাকার জসিম
উদ্দিনের ছেলে। বর্তমানে পূর্বাচলের নতুন আতঙ্ক শান্ত রয়েছে ১৫/২০ জনের
একটি বাহিনী। পূর্বাচলে ঘুরতে আসা ঢাকাসহ আশপাশের এলাকার মানুষ প্রতিনিয়ত
স্বীকার হচ্ছে নানা হয়রানীর। একারে এখন অনেক পর্যটক বেড়াতে আসেন না।
সন্ধ্যা ঘনিয়ে আসলে বেপরোয়া হতে থাকে এ বাহিনী। রাত যত গভীর হতে থাকে এ
বাহিনীর অপরাধও সমানতালে বাড়তে থাকে। তারা রাতে পূর্বাচল ও আশপাশের এলাকা
দিয়ে চলাচল করা মানুষজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ও মোটরসাইকেল
ছিনতাই করে। এ বাহিনীর অত্যাচারে পূর্বাচল ও আশপাশের এলাকার মানুষ অতিষ্ট
হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ রূপগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করেই শান্ত
বাহিনী তার এসকল কার্যক্রম পরিচালনা করে। অভিযুক্ত শান্তর সঙ্গে যোগাযোগ
করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন,
অপরাধী যেই হউক কেউ আইনের উর্ধে নয়। শান্তর বিরুদ্ধে রূপগঞ্জসহ কয়েকটি
থানায় একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্ট
নির্বাহী সম্পাদক
দৈনিক নতুন বাজার ৭১.কম
|