টাঙ্গাইলের মির্জাপুরে বানরের পিছু নিয়ে বিদ্যুৎস্পর্শে মর্মান্তিভাবে প্রাণ গেল ইয়াছিন নামের এক মাদ্রাসা ছাত্রের। রোববার সন্ধায় উপজেলার গোড়াই সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়াছিন সৈয়দপুর এলাকার মারকাতুজ তাহফিজ ক্যাডেট মাদরাসার ছাত্র বলে জানা গেছে।
নিহত ইয়াসিন রংপুর জেলার কাউনিয়া উপজেলার প্রানাচর গ্রামের এরশাদ মিয়ার ছেলে। এরশাদ মিয়া গোড়াই সৈয়দপুর এলাকায় মেঘনা রাবার ইন্ড্রাস্টিজে চাকুরী করে ওই এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ জানায়, রোববার বিকেলে একটি বানর গোড়াই সৈয়দপুর এলাকার দুলাল খানের চারতলা ভবনের ছাদে উঠে। ইয়াসিনসহ আরো শিশুরা ওই বানরের পিছু নিয়ে ছাদে উঠে। এ সময় ছাদের উপর দিয়ে প্রবাহিত হাইভোল্টেজের বিদ্যুতের তারে স্পর্শ লেগে ঘটনাস্থলে ইয়াসিন মারা যায়।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে তার লাশ উদ্ধার করে।
মির্জাপুর দেওহটা পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) সাহাদত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।